শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আ.লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা’ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

আ.লীগ কর্মীদের গুলির শব্দে পালালেন বিএনপি নেতারা

  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত হয়েছে

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলির শব্দে ও ধাওয়ায় খেয়ে পালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ১০/১২ রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে একটি কারখানার সিসিটিভি ফুটেজ দেখা যায়, দেশীয় ও বিদেশি পিস্তল নিয়ে ধাওয়া করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আতঙ্কিত হয়ে পালায় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় যৌথবাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে রনি নামে সাবেক ছাত্রদলের এক নেতাকে বসিয়ে রাখতে দেখা যায়। তবে তাকে আটকের বিষয়ে জিজ্ঞাসা করলে এ বিষয়ে কোন উত্তর দেয়নি যৌথ বাহিনীর কেউ।

জানা যায়, দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যা মামলা হলে তিনি গা ঢাকা দেন। পরে বিএনপি নেতাকর্মীরা ওই কারখানা দখল করতে গেলে কবির হোসেনের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ছাত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বিএনপি নেতা কর্মীরা। এর পর থেকে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দ্য রোজ ড্রেসেস কারখানার একজন পরিচালক বলেন, কবির হোসেন সরকার নামে এক যুবলীগ নেতা চুক্তির মাধ্যমে আমাদের কারখানার ঝুট নিতেন। গত তিনদিন আগেও তার লোক কারখানা থেকে ঝুট বের করেছে। আজও ঝুট বের করতে আসলে কারখানার সামনে শুনেছি আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কারখানার ভেতরে কোন ঘটনা ঘটেনি। আমাদের সঙ্গে নতুন করে ঝুট নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, চুক্তিও হয়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ