মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

গভীর রাতে গাজাজুড়ে বিমান হামলায় নিহত অন্তত ৩০

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত হয়েছে

বেত লাহিয়া, দেইর আল-বালাহ এবং আল-জাওয়াইদা শহরসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে। সোমবার রাত থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

ফিলিস্তিনি মিডিয়া এবং চিকিৎকরা আজ মঙ্গলবার বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ছিটমহলের উত্তরাঞ্চলে হামলা আরো কঠোর হয়েছে।

 

ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা এবং হামাস মিডিয়া জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে একটি বিমান হামলায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে সেনাবাহিনী ৫ অক্টোবর থেকে নতুন অভিযান পরিচালনা করেছে এবং সোমবার গভীর রাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ