শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান, রাজপথে লাখো মানুষের ঢল

১০ নভেম্বর : শফিকুল ইসলাম মাসুদের স্ট্যাটাস

  • আপডেট এর সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত হয়েছে

দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

 

শনিবার (৯ নভেম্বর) রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১০ নভেম্বরে যে শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন তারা দেখতে চায়; আমরা সেই ক্লাসের পিইচডি কমপ্লিট করা ছাত্র।’

 

এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করবেন তারা। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ছাত্র-জনতাকে জমায়েতের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহসহ অনেকে।

 

এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কী করবে? তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির বাড়ি ও প্লট মালিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমিনুল হক বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাস-নৈরাজ্যকারীর স্হান নেই। কোনো স্বৈরাচার ও দুষ্কৃতকারীর স্হান হবে না এই দেশে। কোনো চাঁদাবাজ, লুটতরাজ ও দখলদারির স্হান বাংলার মাটিতে নেই।

 

তিনি আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ