মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

বেগম রোজী কবিরের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা

  • আপডেট এর সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি দুঃখ এবং শোক প্রকাশ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।’

 

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘মরহুমা বেগম রোজী কবির বাংলাদেশের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় একজন জনপ্রিয় নেত্রী হিসেবে তার পরিচিতি ছিল ব্যাপক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুমা বেগম রোজী কবির বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তার বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। জনকল্যাণই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

 

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ