শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান, রাজপথে লাখো মানুষের ঢল

জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েলি সংবাদমাধ্যম

  • আপডেট এর সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকে মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে আলজাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে, গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন। তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি।

দেশটির এ কর্মকর্তা জানান, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছেন তা ইসরায়েল জানে। তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা তিনি জানাতে অস্বীকার করেছেন।
তিনি বলেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না। তবে দীর্ঘ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু, পাঁচজন নারী সেনা এবং বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে। অন্যদিকে ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

প্রতিবেদনে প্রথম দফায় সামরিক বাহিনীতে কাজ না করা নারী জিম্মিদেরও অন্তর্ভুক্ত করা হবে কিনা তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদেরসহ বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় ৩৪ জিম্মিকে মুক্তির অনুরোধ করেছে। এসব জিম্মির মধ্যে ১১ জন সেনা রয়েছে। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যানুসারে, গাজাায় গত এক সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০১ জন জিম্মি রয়েছেন। তবে ডিসেম্বরের শুরুতে হামাস জানায়, তাদের মধ্যে অন্তত ৩৩ জিম্মি নিহত হয়েছেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ