মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ৪

  • আপডেট এর সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত হয়েছে

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সিরাজদিখান এলাকার নিমতলা ও শুক্রবার (০৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া নামক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কুয়াশার কারণে গত রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সড়কে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে বাস চালকের সহকারী ও যাত্রীসহ দুজন নিহত হয়। এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী সড়কের হাঁসাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীসহ ২ জন নিহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জিলানী জানান, রাতে নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি লোকাল বাস। এতে চালকের সহকারী ও যাত্রীসহ দুজন নিহত হয়। আর ভোরে একটি ট্রাকে সঙ্গে বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীসহ দুজন নিহত হয়। উভয় ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত রয়েছে। ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ