শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

শিবগঞ্জে দুদক কমিশনারের পিতার মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট এর সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গতকাল শুক্রবার তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা মাঠে দুর্নীতি দমন কমিশন ( দুদক ) এর কমিশনার ( তদন্ত ) মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এর পিতা মরহুম শাজাহান আলীর মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এলাকার সাধারণ মানুষ এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শিবগঞ্জ উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে দুর্নীতি দমন কমিশন ( দুদক ) এর মাননীয় কমিশনার ( তদন্ত ) মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী,শিবগঞ্জ আসনের সাংসদ মোহাম্মদ শাজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ লতিফুর রহমান এমপি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এবং শিবগঞ্জ উপজেলার ইউএনও আজাহার আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসন, সরকারি কর্মকর্তা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন , শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল হক, নলডুবি মাদ্রাসার সুপার মো: এনামুল হক, আজমতপুর মাদ্রাসার সুপার মো: সাদিকুল ইসলাম , বাগবাড়ী মাদ্রাসার সুপার মো: আতাউর রহমান।
ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র এবং অত্র এলাকার সর্বসাধারণ মানুষের মাঝে দোয়া ও ইফতার আয়োজন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য কাছে প্রার্থনা করা হয়।

মাহফিলে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ একসাথে ইফতার করেন এবং দেশ ও জাতির জন্য মোনাজাতে অংশ নেন।
ইফতার মাহফিল পরিচালনা করেন তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মামুনুর রশীদ।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ