শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান, রাজপথে লাখো মানুষের ঢল

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

  • আপডেট এর সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে সেনাবাহিনী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এই ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।
তিনি জানান, আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা ও ব্যাংকাররা এগিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই, এসএসএফ আহতের জন্য অর্থ সহায়তা দিয়েছে। যা আহতের কাছে পৌঁছে দেওয়া হবে।

বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা আজ পর্যন্ত ৪ হাজার ২শ জনেও ওপরে আহতকে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের সবার এই সাহায্য সহযোগিতা সব সময়ের জন্য জারি থাকবে। আমরা চেষ্টা করবো আপনাদের একটা পুনর্বাসনের জন্য। সেদিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। এবং এই আর্থিক সহযোগিতা সব সময়ের জন্য জারি থাকবে ইনশাল্লাহ।

উল্লেখ্য, রোববার পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা সিএমএইচ এ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ