বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

খাদ্য নিরাপত্তা নিয়ে দেশে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

  • আপডেট এর সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে

খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদ‌ার বলেছেন, সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌নের শঙ্কা নেই।

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিনে পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ব‌লে‌ন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধা‌নের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পান, তা নি‌শ্চিত কর‌তে সরকার নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

তিনি আরও ব‌লেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাওরের সেচ সমস‌্যা, সার-বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লে আশ্বস্ত ক‌রেন। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাওরের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন এবং কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন।
মতবি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, উপজেলা কৃ‌ষি কর্মকর্তা অভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ