চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে। সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার বিষয়টি নিশ্চিত করেছেন নূর হোসেন।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নগরীর ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, মোটরসাইকেলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে লালখান বাজারের উদ্দেশে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি যখন ফ্লাইওভারের ফ্রি পোর্ট এলাকায় বাঁক নেয় তখনই এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা ২ জনের মধ্যে ১ জন ফ্লাইওভারটির বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে যায়। অপরজন ফ্লাইওভারে ছিটকে পড়ে।
সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।