শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আ.লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা’ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

ফ্যাসিবাদের ঠাঁই বাংলায় হবে না : ঢাবি শিবির সভাপতি

  • আপডেট এর সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত হয়েছে

ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে। কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলায় হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম।

 

রোববার (১০ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, হাসিনা এবং তার দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদরা আমাদের পথপ্রদর্শক। প্রয়োজন হলে আবারও আমরা শহীদদের পথধরে জীবন দিতে প্রস্তুত আছি।

 

তিনি বলেন, গুজবলীগ, খুনি হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা কেউ রাজপথে নেই। অথচ শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের উত্তরসূরীরা সারাদেশের রাজপথ অলিগলিতে ছড়িয়ে আছে।

তিনি আরও বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এখনো অনেক স্বৈরাচারের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেজন্য ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে। আমি ছাত্র-জনতাকে অনুরোধ করছি, ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের আপনারা ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে মামলা করুন।

 

সাদিক কায়েম বলেন, আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

 

গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ