রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আ.লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা’ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরিনি আমারাসুরিয়া

  • আপডেট এর সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত হয়েছে

শ্রীলঙ্কার জাতীয় পিপলস পাওয়ার (এনপিপি) দলের নেত্রী এবং সংসদ সদস্য হরিনি আমারাসুরিয়া শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে তাকে এই পদে নিয়োগ দেন। এরপর হরিনি আমারাসুরিয়া কলম্বোতে শপথ গ্রহণ করেন। খবর রয়টার্স।
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার মধ্য দিয়ে আমারাসুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। এর আগে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা এবং সিরিমাভো বন্দরনায়েকে।
আমারাসুরিয়া একজন প্রখ্যাত শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সমাজসেবী। শিক্ষা ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন বামপন্থি জোট ২২৯ আসনের মধ্যে ১৫৯টি আসনে বিজয় লাভ করে। এ ফলাফলের পরই প্রধানমন্ত্রী হিসেবে আমারাসুরিয়াকে নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও প্রেসিডেন্ট দিশানায়েকে তার মন্ত্রিসভায় প্রবীণ রাজনীতিবিদ বিজিথা হেরাথকে পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রেখেছেন। তবে অর্থমন্ত্রীর পদে নতুন কোনো নাম ঘোষণা না করে তিনি নিজেই দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী পারিবারিক শাসনব্যবস্থা চললেও গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে দিশানায়েকের জয় সেই আধিপত্যের অবসান ঘটিয়েছে। তার নেতৃত্বে গঠিত এনপিপি (ন্যাশনাল পিপলস পাওয়ার) জোট এবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের পথ খুলে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে থাকায় দেশটি আন্তর্জাতিক ঋণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতির মতো সমস্যার মুখোমুখি হয়েছে। প্রেসিডেন্ট দিশানায়েকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতি পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার করেছেন।

বিশ্লেষকদের মতে, আমারাসুরিয়ার পুনঃনিয়োগ এবং এনপিপি জোটের শক্তিশালী অবস্থান শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন দেশটির ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ