শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চীন সফর শেষে দেশে ফিরেছেন।

 

শনিবার (১৬ নভেম্বর) তিনি চীন থেকে দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

 

বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করেন।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান গত ৮ নভেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ