মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

‘যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে’

  • আপডেট এর সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত হয়েছে

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টায় নেত্রকোনা পাবলিক হলে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার প্রকাশ্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘যারা জামায়াতকে খারাপ বলতো, যারা জনগণের রাজনীতি করেনি, যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারা জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে। জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ছাড়া সব দল ও এ দেশের জনগণের কল্যাণ হবে। আমাদের কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। গত ৫ আগস্টের পর যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি এখন আমরা যেন ঈমানের চেতনা জাগ্রত রাখি। কালের আবর্তে হারিয়ে না যাই।’ শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টায় নেত্রকোনা পাবলিক হলে এ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া ও ময়মনসিংহ অঞ্চলের ওলামা বিভাগের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি ও মহিলা রুকনরা।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ