শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আ.লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা’ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ 

  • আপডেট এর সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

 

দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।

 

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

 

তাই সামাজিক সংগঠন “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

 

(বৃহস্পতিবার) ৯ জানুয়ারী বিকাল পাঁচটায় মিরপুরের কাফরুল থানাধীন হাজী আলী হোসেন রোড বাইশটেকী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর এর সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ারুল করিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” আজ কিছু কম্বল গরীব অসহায়দের মাঝে বিতরণ করেছে। আমি এ কাজ টিকে স্বাগত জানাই। এমন কাজ আমাদের সমাজের সকল সংস্থা ও বিত্তবানদের করা উচিত।

 

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর সাংবাদিকদের জানান, আমি দেশি বিদেশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি এবং ভিবিন্ন ধরনের সামাজিক উন্নায়ন মূলক কাজ করে যাচ্ছি, আমি ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি,ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সামন্য পরিসরে এ আয়োজন। আশা করি সামনে আমরা আরো অনেক বড় পরি সরে এ আয়োজন করতে পারবো।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ