রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আ.লীগের মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা’ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

  • আপডেট এর সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত হয়েছে

রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজে জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ দিন সাড়ে তিন ঘণ্টা করে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম সাময়িক বন্ধ থাকছে। ৮ নভেম্বর দিবাগত রাত একটা থেকে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে এবং তা ১৪ নভেম্বর রাত পর্যন্ত চলবে। এই সাতদিন রাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

সোমবার (০৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই কাজের অংশ হিসেবে রানওয়ে লাইটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ শুরু হচ্ছে ৮ নভেম্বর দিবাগত রাতে। এজন্য ১৪ অক্টোবর দিবাগত রাত পর্যন্ত প্রতিরাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে।

 

তিনি জানান, এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকার কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে নোটিশ জারি করা হয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদেরকে তাদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করেও ফ্লাইট সূচি সম্পর্কে জানা যেতে পারে।

 

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ