শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সালমান-আনিসুল-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫ জন

  • আপডেট এর সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত হয়েছে

সালমান এফ রহমান, আনিসুল হক, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (০৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

এদিন সকালে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার অপর একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক পৃথক আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা।

শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পোস্টটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ